Sunday, May 02, 2010

শুভ নববর্ষ

শুভ নববর্ষের অভিনন্দন

দেখতে দেখতে কতই না পাল্টে গেল বাঙালি. ধুতি থেকে এলো জিন্স, উত্তম কুমার থেকে সৌরভ গাঙ্গুলি, পিঠে পুলির বদলে পিজ্জা, পটাটো চিপস থেকে মাইক্রো চিপস. রবীন্দ্র সংগীতের সঙ্গে চায়ের আড্ডা ভুলে ব্যান্ড, চ্যাটিং আর ফেসবুক. পাড়ার ঠেক থেকে ডিস্কোঠেক. দুর্গাপুর থেকে সিঙ্গুর, ইস্টবেঙ্গল- মোহনবাগান থেকে নাইট রাইডার্স. গতকালের অপসংস্কৃতিই আজকের ফাশ্যন. বাবাও তো আজকাল ইমেল লিখছেন নিয়মিত.
তবে এত রদবলের মাঝেও রয়ে গেছে অনেক কিছু. সেই স্বপ্ন - 'সকল দেশের সেরা', সপ্তসিন্ধু ডিঙ্গায় চড়ে বাঙালির বিশ্বজয়... হয়ত সে দিন আর বেশি দুরে নয়. সেই নতুন ভবিষ্যতের দিকে তাকিয়ে সকলকে জানাই শুভ নববর্ষের অভিনন্দন.১৪১৭ সবার ভালো কাটুক.
- অল্পা অভিজিত