Thursday, April 14, 2011

শুভ নববর্ষ

বাঙালি কি সত্যি পাল্টে গেছে? ফেসবুক  আর টুইটারের ঝড়ে কি বাঙালি ভুলে গেছে তার স্বকীয়তা? জিন্স আর স্কার্ট কি হারিয়ে দিয়েছে সাবেকি পোশাক আশাক? বাংলা তো আজ পরিবর্তন নিয়ে তর্কে ব্যস্ত. তৃনমূল না উন্নত বামফ্রন্ট? এরই মাঝে নতুন বছর আবার উঁকি মারছে তার নতুন সম্ভাবনার ডালি সাজিয়ে.  মনে করিয়ে দিচ্ছে ঐতিঝ্য আর স্বকীয়তা. না বাঙালি আজো স্বপ্ন দেখা ছাড়েনি. শত উত্তান পতনেও আছে বাঙালিয়ানার গর্ব. আজো অন্যাএর বিরুদ্ধে গর্জে ওঠা. ত়া সে সৌরভ এর ওপর শাহরুখের রাজনীতি হোক বা রিজানুরের আত্মহতায়. অমর্ত্য থেকে প্রানব - বাঙালির দাদাগিরিতে কোনো কমতি হয়নি. নতুন বছরে আমাদের আধিপত্য আরো বারুক - এই শুভেচ্ছা সকলকে. ১৪১৮ হোক আরো মায়াবী আর আরো উজ্জল.
অল্পা ও অভিজিত